সংগঠন বাঁচাতে সোনিয়াকে চিঠি ২৩ প্রবীণ কংগ্রেস নেতার

Spread the love

দলের ভোট বাক্সের খরা কাটাতে উদ্যোগী কংগ্রেসের ওয়ার্কিং কমিটি ৷ গত লোকসভা ভোটের ফলাফলের পর কংগ্রেসের অধ্যক্ষ পদ থেকে রাহুল গান্ধীর পদত্যাগের পর দলের দৈন্য দশা আরও প্রকট হয়েছে ৷ নীতি-আদর্শ, প্রতিবাদের ইস্যু, নেতৃত্বের দৃঢ়তা থাকলেও নির্বাচনে সাফল্যের গ্রাফ ক্রমশ নিম্নগামী ৷ এমতাবস্থায় কংগ্রেসের অন্দরে খোঁজ চলছে নেতৃত্ব দেওয়ার মতো এক জনমানসে জনপ্রিয় মুখের ৷

এই পরিস্থিতিতে কংগ্রেসের পাঁচ প্রাক্তন মুখ্যমন্ত্রী, একাধিক কংগ্রেস কার্যকরী কমিটির সদস্য, বর্তমান সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীদের একাংশ সহ মোট ২৩ জন শীর্ষ স্থানীয় কংগ্রেস নেতা দলের কার্যনির্বাহী সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি লিখে সংগঠনের সম্পূর্ণ সংস্কারের দাবি জানিয়েছেন ৷

কার্যনির্বাহী সভাপতি হিসেবে গত একবছর ধরে দলের দায়িত্বভার সামলে আসছেন সোনিয়া গান্ধী ৷ এবার তিনিও সভানেত্রীর পদ ছাড়তে চান ৷ রাহুল গান্ধী আগেই দলের প্রধান হওয়ার অনিচ্ছা প্রকাশ করেছেন ৷ যদিও সরকারের বিরুদ্ধে যেকোনও প্রতিবাদ ইস্যুতে সামনে থাকেন সনিয়া পুত্রই ৷ সংগঠনের উপযুক্ত পোস্টার লিডার-এর দাবিতেই গত কয়েকদিন ধরে দলের অন্দরেই চলছে খোঁজ ৷

সম্প্রতি শশী থারুর সহ শীর্ষ স্থানীয় কংগ্রেস নেতৃত্ব সর্বসম্মক্ষেই দাবি জানিয়ে আসছেন, রাহুল গান্ধি দলের অধ্যক্ষ পদ গ্রহণ না করলে দলের অন্দরে নির্বাচনের মাধ্যমে উপযুক্ত নেতা বেছে নেওয়া হোক ৷ এবার সংগঠনের মাথা থেকে তৃণমূলস্থরের সংস্কারেরও দাবি তুললেন কংগ্রেসের শীর্ষ নেতারাই ৷

কংগ্রেসের প্রবীণ প্রথমসারির নেতাদের মতে কংগ্রেস দলের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে সংস্কার অবশ্যই প্রয়োজন ৷ সোনিয়া গান্ধীকে লেখা চিঠিতে কংগ্রেসের ওই ২৩ শীর্ষ নেতা দলের বর্তমান কার্যনির্বাহী নেতৃত্বেই সংস্কার আনার আর্জি করেছেন ৷ তাদের দাবি, এমন নেতৃত্বকে বেছে নিতে হবে যে বা যাঁরা কাজের ক্ষেত্রে যাদের দৃঢ় ও উপযুক্ত ভূমিকা নিতে দেখা যাবে ৷

দলনেত্রী সোনিয়াকে দেওয়া চিঠিতে সাক্ষর করেছেন প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী আনন্দ শর্মা, কপিল সিব্বল, শশী থারুর, রাজ্যসভায় কংগ্রেস নেতা গুলাম নবী আজাদ, প্রাক্তন পিসিসি চিফ রাজ বব্বর, কউল সিং ঠাকুর, প্রাক্তন হরিয়ানা স্পিকার কুলদীপ শর্মা, সাংসদ সন্দীপ দীক্ষিত, মুকুল ওয়াসনিক, সাংসদ বিবেক তাঙ্কার মত নেতারা ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*