”পরীক্ষার্থীদের সুরক্ষা দেওয়া আমাদের কর্তব্য”, NEET-JEE পিছনোর দাবি জানালেন মমতা

Spread the love

NEET ও JEE পিছনোর আবেদন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ দুটো টুইট করেন তিনি ৷ সেখানে NEET ও JEE নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দেন তিনি ৷ পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য কেন্দ্রের কাছে আর্জি জানান৷

মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটবার্তা, ”প্রধানমন্ত্রীর সঙ্গে শেষবার হওয়া ভিডিয়ো বৈঠকে আমি পরীক্ষা সংক্রান্ত নির্দেশিকার বিরোধিতা করেছিলাম ৷ সেপ্টেম্বর ২০২০-এর মধ্যে UGC-র গাইডলাইন মেনে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির পরীক্ষা শেষ করার যে নির্দেশিকা ছিল তা নিয়ে সরব হয়েছিলাম ৷”

আর একটি টুইটবার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, ২০২০-এর সেপ্টেম্বরের মধ্যে NEET ও JEE শেষ করার নির্দেশিকা দিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ৷ আমি এই নির্দেশিকা পুনর্বিবেচনার আর্জি জানাচ্ছি ৷ এখন পরীক্ষা নেওয়া ঝুঁকিপূর্ণ ৷ তাই পরিস্থিতি অনুকূল না হওয়া পর্যন্ত কেন্দ্র বিষয়টি ভেবে দেখুক ৷ ছাত্র-ছাত্রীদের সুরক্ষা দেওয়া আমাদের কর্তব্য ৷

কিছুদিন আগে সুপ্রিম কোর্টে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে আবেদন জানায় পড়ুয়াদের একাংশ। তার শুনানিতে সুপ্রিম কোর্ট জানায়, কোরোনা পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে । তার জন্য ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করা যাবে না । তাদের পরীক্ষার জন্য কী আরও একবছর অপেক্ষা করতে হবে ? এরপর সুপ্রিমকোর্টে আবেদন জানায় অভিভাবকদের একাংশ ।

শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, পরীক্ষা পিছিয়ে দেওয়ার পক্ষে সওয়াল করে দিল্লি সরকারও। দিল্লির শিক্ষামন্ত্রী মণীষ সিসোদিয়া বলেন, NEET-JEE-র নামে কেন্দ্রীয় সরকার লাখ লাখ পড়ুয়ার জীবন নিয়ে খেলা করছে। আমি আবেদন জানাচ্ছি পরীক্ষা দু’টিই বাতিল করে বিকল্প ব্যবস্থা করা হোক। এমন অভূতপূর্ব পরিস্থিতিতে অন্যরকম পদক্ষেপ করতেই হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*