আরও ৬ মাস কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী থাকবেন সোনিয়া গান্ধি । সাত ঘণ্টা কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সূত্রের খবর । ৬ মাসের মধ্যে পরবর্তী বৈঠক ডাকা হবে বলে জানা গেছে। ওই বৈঠকেই দলের নতুন সভাপতির নাম ঘোষণা করা হবে।
কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য কে এইচ মুনিয়াপ্পা বৈঠক শেষে বলেন, “সোনিয়া গান্ধিই এখন কংগ্রেসের অন্তবর্তীকালীন সভানেত্রী থাকবেন। ওয়ার্কিং কমিটির ঐক্যমতের ভিত্তিতে যত দ্রুত সম্ভব ভোটাভুটি করা হবে নতুন নেতৃত্ব বেছে নেওয়ার জন্য । তিনি আরও বলেন, আজকের বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা ঐক্যমতের ভিত্তিতেই নেওয়া হয়েছে। গুলাম নবি আজাদ, মুকুল ওয়াসনিক, আনন্দ শর্মার মতো নেতারা যাঁরা কি না গান্ধি পরিবারের বাইরে নেতৃত্ব চাইছেন তাঁরাও লিখিতভাবে জানিয়েছেন, নেতৃত্বের কোনও খামতি নেই।
সম্প্রতি দলের শীর্ষ নেতৃত্বের বদল চেয়ে সোনিয়া গান্ধিকে চিঠি লিখেছিলেন কংগ্রেসের ২৩ জন শীর্ষ নেতা । পাশাপাশি ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকার জন্যও বলা হয়েছিল । এদিকে কংগ্রেস সূত্রের খবর, বৈঠকে যাঁরা গান্ধি পরিবারের বাইরে থেকে কোনও নেতৃত্ব চাইছেন তাঁদের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই বলেই জানিয়েছেন সোনিয়া গান্ধি । বলেছেন, “আমি দুঃখ পেয়েছি । কিন্তু, তাঁরা আমার সহযোদ্ধা । যা ঘটে গেছে তা গেছে । একসঙ্গে কাজ করা দরকার আমাদের ।”
Be the first to comment