জয়েন্ট, নিটের প্রবেশিকা পরীক্ষা স্থগিত করাকে নিয়ে প্রধানমন্ত্রীকে ফের চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নিট, জয়েন্ট স্থগিত রাখতে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের আবেগন মুখ্যমন্ত্রীর ৷
সোমবারই পরীক্ষা স্থগিত রাখার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্যকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এদিন চিঠিতে জানায় ১ সেপ্টেম্বর থেকেই পরীক্ষা হবে।
মুখ্যমন্ত্রী চিঠিতে জানান, ‘‘ন্যাশনাল টেস্টিং এজেন্সি জয়েন্ট পয়লা সেপ্টেম্বর কন্ডাক্ট করতে বলছেন। আমি আগেই পরীক্ষা পিছতে বলেছিলাম।’’ সুপ্রিম কোর্টেরও এই নিয়ে রায় উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ৷ চিঠিতে লেখেন, ‘‘এই অবস্থায় পরীক্ষা হলে পড়ুয়াদের বিপদ। সুপ্রিম কোর্টের নির্দেশেই পরীক্ষা নিচ্ছে কেন্দ্র ৷ নির্দেশ পুনর্বিবেচনা করুক সুপ্রিম কোর্ট ৷ অবস্থা স্বাভাবিক হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হোক ৷
সুপ্রিম কোর্টের ছাড়পত্র পেয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সি সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা বা নিট এবং সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা বা JEE (MAIN) পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তি জারি করে। এবার এই দুটি প্রবেশিকা পরীক্ষা পিছানোর আর্জিই কেন্দ্রের কাছে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে পরপর দুটি ট্যুইট করেন তিনি। তবে শুধু ট্যুইটই নয়, পাঠিয়েছিলেন চিঠিও ৷
Be the first to comment