গত পাঁচ বছর ধরে রাজ্যে বাণিজ্য সম্মেলন করছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। নাম বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। রাজ্যে মোট ১২ লক্ষ ৩২ হাজার ৬০৩ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে জানিয়েছিল নবান্ন। ৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগ বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে। এবার সেই বিনিয়োগের হিসাব চাইল রাজভবন। রাজ্যপাল জগদীপ ধনকড়ের স্পষ্ট বক্তব্য, বিপুল অর্থ খরচ করে ২০১৫ সাল থেকে যে বাণিজ্য সম্মেলন হয়েছে রাজ্যে, তাতে বাস্তবে কতটা প্রাপ্তি ঘটেছে বাংলার, নবান্ন যেন তার বিস্তারিত ব্যাখ্যা দেয়।
সম্প্রতি এ প্রসঙ্গে এবার নবান্নের কাছে ব্যাখ্যা চেয়েছিলেন রাজ্যপাল। কিন্তু জবাব পাননি। মঙ্গলবার তিনি এ বিষয়ে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রীকে। রাজ্যপাল চিঠিতে লিখেছেন, ‘আপনি সম্প্রতি বলেছেন আমাদের সরকার সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে কাজ করে, আর্থিক অনুমোদন নিয়ে কাজ করা হয় এবং নিয়মিত অডিট হয়।’
রাজ্যপালের বক্তব্য, সরকারের কাজের ধারা যদি এতটাই স্বচ্ছ হয় তা হলে বাণিজ্য সম্মেলন নিয়েও নিশ্চয়ই বিস্তারিত রিপোর্ট পাওয়া যাবে। এই বলে ২০১৫ সাল থেকে বাণিজ্য সম্মেলনে বিনিয়োগ প্রস্তাবের (সরকার ঘোষিত) তালিকা চিঠিতে তুলে ধরেছেন রাজ্যপাল। তাতে দেখা যাচ্ছে, সরকার প্রতি বার সম্মেলনের পরই দাবি করেছিল, ২ লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগের প্রস্তাব এসেছে।
এ ছাড়া রাজ্য বিধানসভায় রাজ্যপালের বক্তৃতার একটি অংশও চিঠিতে উদ্ধৃত করেছেন ধনকড়। পাশাপাশি মমতার উদ্দেশে রাজ্যপাল লিখেছেন, গত বছর ফেব্রুয়ারি মাসের পর থেকে দেড় বছর অতিক্রান্ত। শুধু বিবৃতি আর বিজ্ঞাপন দিয়ে আজকের দুনিয়া চলে না। কাজে কী হয়েছে স্বচ্ছতার স্বার্থেই জানান। গত ৬ অগস্ট এ ব্যাপারে অর্থমন্ত্রী অমিত মিত্রকে চিঠি লিখেছিলেন রাজ্যপাল। যে বিষয়গুলি নিয়ে তিনি ব্যাখ্যা চাইছেন, এদিনও চিঠিতে উল্লেখ করেছেন রাজ্যপাল।
Be the first to comment