লকডাউন চলাকালীন ক্ষতিগ্রস্থ ১৫০ জন গরীব মানুষদের ত্রান সামগ্রী প্রদান অনুষ্ঠান

Spread the love

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর অনুপ্রনায় ও শিক্ষামন্ত্রী পার্থ চট্ট্যোপাধ্যার নির্দেশে ও পশ্চিমবঙ্গ তৃনমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি অশোক রুদ্রের পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার উত্তর কলকাতার অষ্টম চক্র আয়োজিত কলকাতা পুরসভার ৩৭ নম্বর ওয়ার্ডের নেতাজী বিদ্যালয়ে লকডাউন চলাকালীন ক্ষতিগ্রস্থ ১৫০ জন গরীব মানুষদের ত্রান সামগ্রী প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিন্নের অনুষ্ঠানে সদ্য নিযুক্ত পশ্চিম মেদনীপুর জেলার প্রাথমিক শিক্ষা সংসদ-এর সরকারি নমিনি ও সংগঠনের স্টেট জেনেরাল সেক্রেটারি কৃষ্ণেন্দু বিষয়ীকে সংর্বধনা জানান অষ্টম চক্রের সভাপতি সৈকত গুঁইন, ১৮ নং চক্র সভাপতি জয়দেব মন্ডল, টালিগঞ্জ চক্র সভাপতি উত্তম পোদ্দার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সহ সভাপতি পলাশ সাধুখাঁ, রাজ্য সম্পাদক সুনীল দেবনাথ, জেলার দুই কার্যকরী সভাপতি মনোজ ভট্ট্যাচার্য, টিঙ্কু রজক, সংগঠনের জেলার সম্পাদক অলোক শুক্লা, চক্র সম্পাদক সৌমিত্র ভট্ট্যাচার্য, নেতাজী বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেদার আলি আজাদ, ১৬নং চক্র সহ সভাপতি আফতাব আহমেদ, সহ শিক্ষক সায়ন প্রতিম নায়ক, সর্নাভ দাস, সুপ্রতিম পোদ্দার, প্রেমনাথ প্রসাদ, হরিন্দর রাম, শিক্ষিকা অর্পিতা সাহা, বেলা দিদিমনি, অলিম্পিয়া বড়ুয়া, সংগীতা মল্লিক, পার্শশিক্ষক রনি নন্দী সহ জেলার বিভিন্ন চক্র থেকে আগত প্রচুর শিক্ষক শিক্ষিকা বৃন্দ।

অনুষ্ঠানে সকল শিক্ষক শিক্ষিকা সরকারী নির্দেশ মেনে গরীব মানুষদের সানিটাজার, মাস্ক সহ ত্রান সামগ্রী হাতে তুলে দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*