পশ্চিমবঙ্গে ৪৮ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেই মতো আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া শক্তিশালী নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার থেকেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উপকূলীয় জেলা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে।
আলিপুর জানিয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমতে পারে বলেই। তার বদলে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ার পূর্বাভাস জানিয়েছে দপ্তর।
Be the first to comment