করোনা পরিস্থিতিতে NEET-JEE পরীক্ষার বিরোধিতার পাশাপাশি কেন্দ্রের শিক্ষানীতিরও তীব্র সমালোচনা করলেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী ৷
বুধবার অ-বিজেপি শাসিত ৭ রাজ্যের মুখ্যমন্ত্রীদের ভার্চুয়াল বৈঠকে সোনিয়া গান্ধী বলেন, ‘জাতীয় শিক্ষানীতির মতো কিছু ঘোষণা যথেষ্ট উদ্বেগের৷ এছাড়া ছাত্র-ছাত্রী ও পরীক্ষা পরিচালনার বিষয়গুলিও কেন্দ্র অসংবেদনশীল ভাবে দেখছে ৷’
করোনার পরিস্থিতিতে JEE ও NEET পরীক্ষা স্থগিতের জন্য সব রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মমতা বলেন, ‘চলুন সবাই মিলে সুপ্রিম কোর্টে গিয়ে আবেদন করি, যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততদিন পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবে পরীক্ষা স্থগিত রাখা হোক ৷ সুপ্রিম কোর্টের নির্দেশেই কাজ করছে কেন্দ্র ৷ কিন্তু আদালতের কাছে ফের আবেদন করতে পারে কেন্দ্র ৷ পরীক্ষার্থীদের শারীরিক অবস্থার কথা ভাবা হোক ৷
Be the first to comment