পয়লা সেপ্টেম্বর শুরু হতে চলেছে আনলক-৪। তবে কোন কোন ক্ষেত্রে এই পর্বে ছাড় দেওয়া যায় বা কোথায় বিধি নিষেধ জারি থাকবে তা নিয়ে কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজিব গৌবা বৃহস্পতিবার রাজ্যের মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিবের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন।
জানা গিয়েছে এদিনের বৈঠকে আগামী পর্বে গণপরিবহন ব্যবস্থাকে আরও মসৃণ করতে সমস্ত সুরক্ষাবিধি মেনে মেট্রো এবং লোকাল ট্রেন চালানো নিয়েও কথা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
বৃহস্পতিবারের বৈঠকে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা ও স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম উপস্থিত ছিলেন।
Be the first to comment