রেহা ও তাঁর ভাইকে জিজ্ঞাসাবাদ CBI-এর

Spread the love

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় আজ রেহা চক্রবর্তীকে তলব করে CBI। এছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য আজ ফের তলব করা হয় প্রয়াত অভিনেতার ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানিকে। এই নিয়ে মোট সাতদিন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁকে । রেহার পাশাপাশি আজ হাজিরা দিয়েছেন তাঁর সহকারী স্যামুয়েল মিরান্ডাও।

কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল যে, শীঘ্রই রেহাকে তলব করতে পারে CBI। অবশেষে আজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে তলব করা হয় তাঁকে।

মুম্বইয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের যে অতিথিশালায় CBI-এর তদন্তকারী দলটি রয়েছে সেখানে সকালের দিকে পৌঁছান স্যামুয়েল। তার কয়েক মিনিটের ব্যবধানে সেখানে পৌঁছে যান রিয়া ও সিদ্ধার্থ।

১৯ অগাস্ট সুশান্ত সিং মৃত্যু মামলার তদন্ত মহারাষ্ট্র পুলিশের থেকে CBI-র হাতে স্থানান্তরিত করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই মতো তদন্তভার গ্রহণ করে ২০ অগাস্টই মুম্বই পৌঁছয় CBI-এর বিশেষ তদন্তকারী দল। এরপরই তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে দেন তাঁরা।

গত কয়েকদিন ধরেই সিদ্ধার্থ পিঠানি ও নীরজ সিংকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। সূত্রের খবর, সুশান্তের ঝুলন্ত দেহ প্রথম দেখেছিলেন সিদ্ধার্থ। নীরজ ও সিদ্ধার্থই এই মামলার মূল দুই প্রত্যক্ষদর্শী। কিন্তু, তাঁদের বয়ানে একাধিক অসংগতি রয়েছে বলে CBI সূত্রে জানা গিয়েছে। আর সেই কারণেই তাঁদের কয়েকদিন ধরেই জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। এছাড়া সুশান্তের পরিচারক দীপেশ সাওয়ান্তকেও জিজ্ঞাসাবাদ করা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*