তৃণমূল নেতা ছত্রধর মাহাতোকে শুক্রবার জিজ্ঞাসাবাদ করে এনআইএ। ফের তাকে শনিবার এনআইএ জিজ্ঞাসাবাদ করতে পারে বলে সূত্রের খবর৷ জানা গিয়েছে,শুক্রবার শালবনির সিআরপিএফ ক্যাম্পে ছত্রধর মাহাতোকে প্রায় ৩ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে এনআইএ ৷
এর আগে তাকে হাজিরার জন্যে ২ বার নোটিস দিয়েছিল এনআইএ। কিন্তু করোনা আবহের যুক্তিতে কলকাতায় আসেননি ছত্রধর৷ তারপর শালবনিতেই ক্যাম্প করে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ৷ উল্লেখ্য, ২০০৯ সালের পুরনো দু’টি মামলায় নতুন করে তদন্ত শুরু করেছে এনআইএ।
যদিও ছত্রধরের বিরুদ্ধে ওই দুটি মামলায় এনআইএ-কে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ মামলা দু’টি হল- লালগড়ের এক সিপিএম কর্মী প্রবীর মাহাতো খুন৷ অন্যটি হল জেলবন্দি ছত্রধরের মুক্তির দাবিতে বাঁশতলা স্টেশনে ভুবনেশ্বর-দিল্লি রাজধানী এক্সপ্রেস আটক।
যদিও ছত্রধরের দাবি, ‘ওই দুটি মামলায় যে আমি জড়িত নই, তা ইতোমধ্যে প্রমাণ হয়ে গিয়েছে।’ ২০০৯ সালের ২৬ সেপ্টেম্বর লালগড় থানার বীরকাঁড় জঙ্গল থেকে সিআইডি তাঁকে গ্রেফতার করেছিল। তাঁর বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম–সহ রাজ্যের বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে নাশকতা, রাষ্ট্রদ্রোহিতা, খুন, লুঠপাট, অগ্নিসংযোগ, অপহরণ, অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছিল ৷
Be the first to comment