আনলক ফোর; দেখে নিন গাইডলাইন

Spread the love

আজ সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আনলক চারের গাইডলাইন প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে আনলক চার পর্ব। চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ে দেশের সর্বত্র কনটেনমেন্ট জোনে কড়া লকডাউন বজায় থাকবে।

গাইডলাইনে বলা হয়েছে, অনেক রাজ্যের দাবী মেনে আগামী ৭ সেপ্টেম্বর থেকে ধীরে ধীরে মেট্রো রেল পরিষেবা চালু করা যাবে। এর জন্য কী কী বিধিনিষেধ থাকবে তা ঠিক করবে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন ‌মন্ত্রক। তবে তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক ও রেলমন্ত্রকের সঙ্গে আলোচনা করে নেবে।

তবে এও বলা হয়েছে ১ সেপ্টেম্বর থেকে সামাজিক, ধর্মীয়-সহ বিভিন্ন কারণে ১০০ জনের জমায়েত করা যাবে। তবে কিছু বিধিনিষেধ মানতে হবে। স্কুল, কলেজ-সহ শিক্ষাপ্রতিষ্ঠান ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধই থাকবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*