পয়লা সেপ্টেম্বর পুলিশ দিবস পালন করবে রাজ্য সরকার। রাজ্যে ওইদিন আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনীর উদ্দেশে উৎসর্গ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন নবান্ন সভাঘরে বেলা একটার সময় পুলিশ বাহিনীকে সংবর্ধিত করবেন মুখ্যমন্ত্রী। কোভিড যুদ্ধে বাহিনীর অসামান্য অবদানের জন্য পুরস্কৃত করা হবে পুলিশের জওয়ানদের। তবে মুখ্যমন্ত্রীর এই অনুষ্ঠানের পাশেই সকাল থেকে স্থানীয় থানায় থানায় যাবেন রাজ্যের গুরুত্বপুর্ণ মন্ত্রীরা।
পয়লা সেপ্টেম্বর বেলা এগারোটায় গড়িয়াহাট থানায় এক বিশাল কেক উপহার নিয়ে যাবেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তিন ফুট বাই তিন ফুটের ওই বিশাল কেক অর্ডার দেওয়া হয়েছে এক নামী কেক প্রস্তুতকারক সংস্থাকে। ওইদিনই সকাল এগারোটায় কলকাতা পুরসভা সংবর্ধিত করবে নিউ মার্কেট থানার কর্মরত পুলিশ বাহিনীকে। উপস্থিত থাকবেন মন্ত্রী ফিরহাদ হাকিম। রসগোল্লার হাঁড়ি নিয়ে ওইদিনই এয়ারপোর্ট , নিমতা থানা সহ চার থানায় যাবেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ঠাকুরপুকুর , বেহালা , সরশুনা থানায় মিষ্টির প্যাকেট হাতে যাবেন পার্থ চট্টোপাধ্যায়।
Be the first to comment