“খিলোনে পে চর্চা” নয়, “পরীক্ষা পে চর্চা” চেয়েছিল পরীক্ষার্থীরাঃ রাহুল গান্ধী

Spread the love

সেপ্টেম্বর মাসের শুরুতেই NEET-JEE পরীক্ষা । কিন্তু আজকের “মন কি বাত”-এ প্রধানমন্ত্রীকে তা নিয়ে কিছু বলতে শোনা গেল না । বরং দেশীয় খেলনা শিল্পের উপরে জোর দিতে দেখা গেল তাঁকে। এরই প্রেক্ষিতে এবার সরব হলেন রাহুল গান্ধী । প্রধানমন্ত্রীর “মন কি বাত” অনুষ্ঠান শেষে টুইটারে তিনি লেখেন, “JEE ও NEET পরীক্ষার্থীরা চেয়েছিলেন পরীক্ষা পে চর্চা হোক, কিন্তু প্রধানমন্ত্রী করলেন খিলোনে পে চর্চা ।” টুইটের শেষে তিনি একটি হ্যাশট্যাগও ব্যবহার করেন, “মন কি নেহি স্টুডেন্টস কি বাত”।

একদিকে সুপ্রিম কোর্টের রায়, যেখানে বলা হয়েছে নির্দিষ্ট সূচি মেনেই পরীক্ষা হবে । পিছানো যাবে না নির্ঘণ্ট। অন্যদিকে কোরোনা পরিস্থিতিতে কীভাবে পরীক্ষাকেন্দ্রে যাবে তা নিয়ে চিন্তায় পরীক্ষার্থীরা । দেশের একাধিক রাজ্যে গণপরিবহন ব্যবস্থা এখনও পর্যাপ্ত নয় । পরীক্ষাকেন্দ্রে কীভাবে পৌঁছাবে, তা নিয়ে চিন্তার শেষ নেই পরীক্ষার্থীদের । তার ঠিক আগেই আজ প্রধানমন্ত্রীর “মন কি বাত”।

অনেকেই ভেবেছিলেন, আজকের “মন কি বাত”-এ NEET-JEE পরীক্ষার্থীদের মুশকিল আসান কীভাবে হবে, তা নিয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী। কিন্তু তা হয়নি, আজ গোটা “মন কি বাত” জুড়ে ছিল দেশীয় খেলনা শিল্প । আত্মনির্ভর ভারত । ভোকাল ফর লোকাল টয়েজ। দেশীয় খেলনা শিল্পকে কীভাবে আন্তর্জাতিক আঙিনায় নিয়ে যাওয়া যাবে, তা নিয়েই আজ কথা বললেন প্রধানমন্ত্রী । ভারতে খেলনা শিল্পের হাব গড়ে তোলার আহ্বান জানান তিনি । কিন্তু সামনেই যেখানে NEET-JEE পরীক্ষা, তখন তা নিয়ে কেন কিছু বললেন না প্রধানমন্ত্রী ! সেই নিয়েই প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী।

সম্প্রতি একাধিক ইশুতে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন রাহুল গান্ধী। ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বিজেপির সমঝোতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন ফেসবুককে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*