মেক্সিকোয় গুলি করে সাংবাদিককে হত্যা

Spread the love

এবার মেক্সিকোয় সাংবাদিক হত্যা। চলতি বছর মোট ১২ জন সাংবাদিক মেক্সিকোতে হত্যার শিকার হলেন। এসব হত্যাকাণ্ডের জন্য বিশ্বের সবচেয়ে বেশি সাংবাদিক হত্যাকারী দেশ হিসেবে সিরিয়ার পর মেক্সিকোর নাম উঠে এসেছে। গত শুক্রবার মেক্সিকোতে ছেলের স্কুলে ক্রিসমাস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে থাকা এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার একটি সূত্র থেকে জানা গেছে। জানা গেছে, গত শুক্রবার ৩৫ বছরের গুমারো পেরেজ আগুইলান্ডো নামের ওই সাংবাদিক আকাইউকান শহরে ছেলের স্কুলে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। দুই বন্দুকধারী স্কুলটিতে প্রবেশ করে এবং তার ৬ বছর বয়সি ছেলের ক্লাস ভর্তি ছাত্রদের মাঝে পেরেজকে গুলি করে হত্যা করে।
একটি সূত্র থেকে জানা গেছে, পেরেজ বেশ কয়েকটি প্রকাশনা সংস্থার জন্য পুলিশের বিষয়গুলো নিয়ে লিখতেন। মাদক ব্যবসায়ী ও সংঘবদ্ধ অপরাধী চক্রের আখড়া হিসেবে পরিচিত ভেরাক্রুজ রাজ্যের আকাইউকান শহরে লা ভোজ ডি সুর নামে একটি অনলাইন সংবাদমাধ্যম চালু করেছিলেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*