দেশে হুহু করে বাড়ছে আত্মহত্যা। ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে আত্মহত্যা বেড়েছে ৩.৪ শতাংশ। এমনই তথ্য প্রকাশ করল ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (এনসিআরবি)।তথ্য বলছে, এই একবছরে আত্মহত্যাকারী বেড়েছে অন্তত পাঁচ হাজার।
এনসিআরবি-র তথ্য অনুযায়ী দেশের আত্মহত্যাকারীর সংখ্যার নিরিখে ওপরের দিকেই স্থান পশ্চিমবঙ্গের। মহারাষ্ট্র, তামিলনাড়ুর পরেই ঠাঁই হয়েছে এই রাজ্যের।
পশ্চিমবঙ্গে ২০১৯ সালে আত্মহত্যা করেছেন অন্তত ১২ হাজার ৬৬৫ জন। তবে আশার কথা ২০১৮-১৯ সালে যে মহানগরগুলিতে আত্মহত্যার প্রবণতা বেড়েছে সেই তালিকায় কলকাতার নাম নেই।শহরাঞ্চলের মধ্যে ওপরের দিকে রয়েছে আসানসোলের নাম। রিপোর্ট বলছে, আত্মহত্যাকারীদের একটা বড় অংশই তরুণ। উচ্চশিক্ষা নিয়েও চাকরি না পাওযার ব্যর্থতাবোধই এই তরুণদের আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে, মনে করছেন মনোবিদরা।:
Be the first to comment