শুরু হওয়ার কথা ছিল ৮ সেপ্টেম্বর। কিন্তু শুরুর আগেই পিছিয়ে গেল কলকাতায় মেট্রো চালুর দিন। বৃহস্পতিবার নবান্নে বৈঠকে বসেন মেট্রো রেলের আধিকারিকরা। সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে, সেপ্টেম্বরের মাঝামাঝি অর্থাৎ ১৪ অথবা ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে মেট্রো পরিষেবা।
এদিন বেলা সাড়ে ১১টা নাগাদ নবান্নে মেট্রো রেলের আধিকারিকদের সঙ্গে বৈঠক হয় প্রশাসনের। নবান্নের অতিরিক্ত মুখ্যসচিব, পরিবহণ দফতরের আধিকারিক, কলকাতা পুলিশের কমিশনার, ডিরেক্টর জেনারেল, কলকাতা পুরসভার আধিকারিক, স্বাস্থ্য দফতরের আধিকারিকরা উপস্থিত ছিলেন এই বৈঠকে। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্রের খবর, এদিন সুরক্ষার বিষয়ে কলকাতা পুলিশেরও সাহায্য চান মেট্রো আধিকারিকরা। কারণ, মেট্রোর ভিতরের এলাকা তাদের নিয়ন্ত্রণে থাকলেও বাইরের এলাকার দায়িত্ব কলকাতা পুলিশের। তাই কোনও ভাবেই যাতে অতিরিক্ত ভিড় না হয়, কিংবা কোনও সমস্যা না হয়, সেদিকে লক্ষ্য রাখার জন্য কলকাতা পুলিশের সাহায্য চাওয়া হয়। জানা গিয়েছে, মেট্রো পরিষেবা যাতে ভালভাবে চলতে পারে তার জন্য সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে রাজ্য সরকার।
Be the first to comment