বছর ঘুরেছে, সুরাহা হয়নি বউবাজার মেট্রো বিপর্যয়ের

Spread the love

৩১ অগাস্ট ২০২০ বউবাজার মেট্রো রেল বিপর্যয়ের ১ বছর পূর্ণ হলো। উন্নয়নের নামে মানুষের যে কী দুরবস্থা হয়েছে তা ঘটনাস্থল না দেখে বিশ্বাস করা যায় না। আজ থেকে একবছর ৩ দিন আগে আকস্মিকভাবে ঘটনার সূত্রপাত। একের পর এক বাড়ি ধসে পড়ে, কোনও বাড়ি বেঁকে যায়, কোনও বাড়ির আসবাবপত্র ভেঙে চৌচির হয়ে যায়।

এটা শুধু একদিনের ব্যাপার নয়। দিনের পর দিন মানুষ ভোগ করেন অসহনীয় যন্ত্রণা। বহু মানুষকেই ভিটেমাটি হারা হয়ে অন্যত্র আশ্রয়ের খোঁজে চলে যেতে হয়। তালিকায় যেমন আছেন সাধারন মানুষ, তেমনই আছেন রাজ্যের মন্ত্রীও।

এতো গেলো আকস্মিক দুর্ঘটনার কথা। কিন্তু তারপর কেটে গেলো একবছরেরও বেশি। মেট্রো রেল কতৃপক্ষ অদ্ভুতভাবে নীরব। ইংরেজিতে একটা কথা আছে “ক্যালাসনেস”। এলাকার বাসিন্দাদের অভিযোগ মেট্রো রেল কতৃপক্ষের চূড়ান্ত অপদার্থতা বা “ক্যালাসনেস” সাধারন মানুষকে শুধু গৃহহীন করেছে তাই নয়, বহু মানুষের যন্ত্রণায় মৃত্যুও হয়েছে। বনেদী উত্তর কলকাতার বাসিন্দাদের শিকড় উপড়ানোর হাহাকার আজও বউবাজার মেট্রো রেল সংলগ্ন এলাকায় গেলেই শুনতে পাওয়া যায়।

এইরকমই এক এলাকার বাসিন্দা ডাঃ প্রদীপ লাহা। উত্তর কলকাতার অভিজাত বাড়ির সন্তান। বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ। প্রশ্ন করায় বললেন আমাদের আর কারও উপর বিশ্বাস নেই। সবাই এক। মেট্রো রেল কতৃপক্ষ তো মূলত দায়ী কিন্তু পাশাপাশি কলকাতা কর্পোরেশন বা রাজ্য সরকারই বা কি করলো? আমাদের ক্ষতে প্রলেপ লাগানোর মতো কেউ নেই। ডাক্তারবাবু আমাদের হাতে তুলে দিলেন একটি ভিডিও ফুটেজ।

এই ভিডিও ফুটেজে এলাকারি নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি দেখাচ্ছেন কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। আসুন আমরা কিছু করতে না পারি তাঁদের যন্ত্রনার শরিক হই।

দেখে নিন সেই ফুটেজ!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*