শুক্রবার সকালে রিয়া চক্রবর্তী ও সুশান্ত সিং রাজপুতের সহকারী স্যামুয়েল মিরান্ডার মুম্বইয়ের বাড়িতে তল্লাশি অভিযান চালায় নারকোটিকস কন্ট্রোল বিওরোর (NCB) পাঁচ সদস্যের একটি দল। তল্লাশির পর রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী ও স্যামুয়েলকে আটক করেন তদন্তকারীরা।
১৪ জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । তারপর যতদিন যাচ্ছে ততই ঘনীভূত হচ্ছে তাঁর মৃত্যুরহস্য । তাঁর মৃত্যুর জন্য রিয়া সহ ছ’জনের বিরুদ্ধে বিহারের রাজীব নগর থানায় ২৫ জুলাই FIR দায়ের করেন সুশান্তের বাবা কে কে সিং । তাঁর অভিযোগ, সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন রিয়া । এছাড়া রিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও তোলেন তিনি ।
সেই FIR-এর ভিত্তিতে ৩১ জুলাই আর্থিক তছরুপের মামলা দায়ের করে তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। তদন্তের সময় রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে তাঁর মাদকচক্রের সঙ্গে জড়িত থাকার ইঙ্গিত পান তদন্তকারীরা । এরপর বিষয়টি খতিয়ে দেখার জন্য NCB-কে লিখিভভাবে অনুরোধ করা হয় ED-র তরফে । রিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করে NCB ।
এদিকে রিয়া জীবনে কখনও মাদক সেবন করেননি বলে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন তাঁর আইনজীবী সতীশ মানশিন্দে । তিনি বলেছিলেন, “রিয়া জীবনে কখনও মাদক সেবন করেননি । যে কোনও সময় রক্ত পরীক্ষার জন্য প্রস্তুত তিনি ।”
রিয়ার হোয়াটসঅ্যাপের একাধিক চ্যাটে মাদকের ব্যবহার ও সরবরাহের বিষয়টি উঠে এসেছিল। এমনকী সৌভিক ও স্যামুয়েলের সঙ্গেও মাদক নিয়ে একাধিকবার কথা হয়েছিল তাঁর। সেই চ্যাট থেকেই উঠে আসে সুশান্তের ইভেন্ট ম্যানেজার জয়া সাহা এবং গোয়ার হোটেল ব্যবসায়ী গৌরব আর্যর নামও । তাঁদের জিজ্ঞাসাবাদ করেছে NCB ।
এরপর আব্বাস লাখনি ও করণ অরোরা নামে দুই মাদক পাচারকারীকে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাদের থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে বলে NCB-র তরফে জানানো হয়। জিজ্ঞাসাবাদের সময় আব্বাসের সূত্র ধরে জ়াইদ ভিলাত্রা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। বান্দ্রায় নিজের খাবারের দোকানোর আড়ালেই সে গাঁজা কেনাবেচা করত বলে জানা যায়।
জ়াইদের সঙ্গে যে সৌভিকের যোগাযোগ রয়েছে সেকথা তদন্তের সময় জানতে পারে NCB। সূত্রের খবর, সৌভিককে গাঁজা সরবরাহ করত জ়াইদ। স্যামুয়েলের সঙ্গেও মাদক নিয়ে হোয়াটসঅ্যাপে কথা বলতে দেখা গিয়েছে সৌভিককে। আর সেই সূত্র ধরেই আজ সৌভিক ও স্যামুয়েলের বাড়িতে তল্লাশি অভিযান চালান NCB আধিকারিকরা । আটক করা হয় তাঁদের দু’জনকে।
Be the first to comment