জয়েন্ট, নিট হবেই; বিরোধী শাসিত রাজ্যের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের

Spread the love

ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা বা জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন ও মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষা বা নিট বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল দেশের ছ’টি রাজ্য। এই ছটি রাজ্য হল পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, পঞ্জাব, রাজস্থান, ঝাড়খণ্ড ও পুদুচ্চেরী। রাজ্যগুলির আবেদন খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। জানিয়ে দেওয়া হল পরীক্ষা হবেই।

এর আগেও পরীক্ষা হওয়ার পক্ষেই রায় দিয়েছিল সুপ্রিম কোর্টের। তারপরেও সেই রায়ের বিরোধিতা করে বেশ কিছু রাজ্য। কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গান্ধীর নেতৃত্বে ভার্চুয়াল বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন প্রমুখ। সেখানেই শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়ার কথা বলেন মমতা। তাঁর প্রস্তাবে সাড়া দিয়ে ছয় রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। তারা আবেদন করে, এই পরিস্থিতিতে পরীক্ষা দিতে গেলে পরীক্ষার্থীদের মধ্যে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা রয়েছে। যদিও সেই আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।

এদিন শুনানিতে বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি বিআর গাভাই ও বিচারপতি কৃষ্ণ মুরারির ডিভিশন বেঞ্চ জানায়, আমাদের আগের সিদ্ধান্তকে পর্যালোচনা করার আবেদন থেকে কোনও মামলা দাঁড়ায় না। এর আগে ১৭ অগস্ট ১১টি রাজ্য থেকে ১১ জন পরীক্ষার্থীর আবেদন খারিজ করেছিল শীর্ষ আদালত।

ছয় বিরোধী শাসিত রাজ্যের আবেদনে বলা হয়, সুপ্রিম কোর্টের রায়ে সমস্যায় পড়তে পারেন অনেক পরীক্ষার্থী। তাঁদের জীবনের বিপদ হতে পারে। এমনকি এই পরীক্ষা নিতে গিয়ে বিভিন্ন রাজ্যকে অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বলেও তাঁরা জানিয়েছিলেন। বলা হয়েছিল, এমন কোনও সিদ্ধান্ত দেশের শীর্ষ আদালত নিক, যাতে পরীক্ষার্থীদের বছর নষ্ট না হয়, আবার তাঁদের স্বাস্থ্য ও সুরক্ষার দিকও বজায় থাকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*