দড়ি টানাটানি খেলায় এগিয়ে রইলেন বিজয় রূপানি। তাঁকেই দেখা যাবে গুজরাটের মুখ্যমন্ত্রী পদে। হ্যাঁ, বুধবার এমন খবরই পাওয়া গিয়েছে বিজেপির অন্দরমহল থেকে। এদিন বিজেপির সংসদীয় কমিটির বৈঠকে যদিও গুজরাটের মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে কোনও আলোচনা হয়নি। তবে বৈঠক শেষে অরুণ জেটলি, রাজনাথ সিংয়ের মতো শীর্ষ নেতাদের আলোচনায় উঠে এসেছে বিজয় রূপানির নামই। বিজেপি সূত্রে খবর, দলীয় কর্মীদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব রুখতে ব্যর্থ বিজয় রূপানি। সংগঠনের রাশ নিজের হাতে না থাকায় এবছর ফলাফল আশানুরূপ হয়নি এমন অভিযোগও উঠেছে রূপানির বিরুদ্ধে।
রূপানিকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে অন্য কাউকে আনার কথাবার্তা চলছে। সেক্ষেত্রে দৌড়ে এগিয়ে রয়েছেন স্মৃতি ইরানি, নীতীশ প্যাটেল, কেন্দ্রীয় সড়ক পরিবহণ প্রতিমন্ত্রী মনসুখ মান্দাভিয়া, গুজরাট বিধানসভার প্রাক্তন স্পিকার বাজুভাই ভালা। মঙ্গলবারই গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে স্মৃতি ইরানির নাম উঠে আসে। কিন্তু স্মৃতি নিজেই এই জল্পনায় জল ঢেলেছেন। তিনি জানিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে নেই। এদিকে, বিজেপির শীর্ষ নেতাদের অনেকেই আবার বিজয় রূপানির উপর আস্থা রাখছেন। আগামী ২৫ ডিসেম্বরই পাওয়া যাবে সব উত্তর। সেদিনই ঠিক হয়ে যাবে গুজরাটের মুখ্যমন্ত্রীর নাম। নতুন কোনও মুখ্যমন্ত্রী নাকি বিজয় রূপানি দল এখন কী সিদ্ধান্ত নেয় সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
Be the first to comment