প্রাক্তন উইম্বলেডন চ্যাম্পিয়ান মারিয়ন বার্তলি আবার টেনিসের মূল পর্বে ফিরবেন বলে ঘোষণা করলেন। তিনি মঙ্গলবার তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্টের মাধ্যমে এই ঘোষণার কথা জানান। ৩৩ বছর বয়সি এই টেনিস প্লেয়ার ২০১৩ সালে উইম্বলেডন চ্যাম্পিয়ান হয়ে তাঁর স্বপ্ন পূরণ করেছিলেন। তিনি বলেন, জানি এটা আমার কাছে বিরাট চ্যালেঞ্জ। তার জন্য প্রচুর প্র্যাক্টিস করছি। ফরাসী এই টেনিস খেলোয়াড় আরও বলেন, আমি আবার কোর্টে ফিরতে চাই, বিশেষ করে আমার নিজের দেশের ঘরের মাঠ প্যারিসের রোলান্ড গ্যারোসে, তারপর আছে ফেড কাপ এবং উইম্বলেডন। তিনি বলেন তার প্রাথমিক লক্ষ্য মার্চ মাসে মিয়ামি ওপেনের হার্ড কোর্টে টুর্নামেন্ট খেলা। তিনি ৮বার WTA ট্যুর টাইটেল জিতেছেন এবং কেরিয়ারের বেস্ট র্যাঙ্কিং ৭ হয়েছিল ২০১২ সালে। ২০১৬ সালে ভাইরাস জনিত রোগের কারণে তাঁর ২০ কেজি ওজন কমে গিয়েছিল তার জন্য তিনি অবসর নিয়েছিলেন।
Be the first to comment