পুলিশ দিবসের অনুষ্ঠানে একগুচ্ছ উপহার মুখ্যমন্ত্রীর; দেখে নিন

Spread the love

করোনা পরিস্থিতিতে রাজ্যের পুলিশকর্মীরা যে ঝুঁকি নিয়ে কাজ করে গিয়েছেন তাঁদেরকে সম্মান জানাতে এবছর থেকে পুলিশ দিবস পালনের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেই অনুষ্ঠানে রাজ্যের পুলিশকর্মীদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেশ কিছু সুবিধা দেওয়ার কথাও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

তার সাথে সাথে পুলিশকর্মীদের পাশাপাশি বিভিন্ন নিচুতলার সরকারি কর্মীদের জন্যও বেতন বাড়ানো, ছুটি বাড়ানো এবং বোনাসের কথাও এদিন ঘোষণা করলেন তিনি। আজ তিনি জানান- রাজ্যের পুলিশকর্মী, সিভিক ভলেন্টিয়ার, হোমগার্ড, গ্রামীণ পুলিশ, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার, আশাকর্মী এবং অক্সিলিয়ারি ফায়ার অপারেটরদের বেতন বৃদ্ধি করা হবে ও পুজোর বোনাস দেওয়া হবে ২ হাজার টাকা করে। এই কর্মীরা ৬০ বছর বয়সে অবসর নেওয়ার সময়ে তিন লক্ষ টাকা করে অবসর ভাতাও পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। হোমগার্ড এবং সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধিও ঘোষণা করেন তিনি।

আজ মুখ্যমন্ত্রী বলেন “পুলিশ যেভাবে কোভিড ওয়ারিয়রের কাজ করেছেন ও করছেন, রক্তদান করেছেন, প্লাজমা দান করেছেন তার জন্য তাঁদের অনেক ধন্যবাদ জানাই। আমি ওঁদের কথা সারাক্ষণই মনে করি। ওঁদের পরিবার পাশে আছে বলেই ওঁরা এতটা ভাল কাজ করতে পারছেন। আমফান, করোনার সময় আপনারা যা করেছেন তাতে লক্ষ লক্ষ লোক বেঁচে গিয়েছেন। আপনাদের এই অবদান ভোলার নয়। কলকাতা পুলিশকে একসময় স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো। আমাদের কলকাতা ও রাজ্য পুলিশ এখন আবার খুব ভাল কাজ করছে। কোনও ভয়-ভীতির কাছে, কোনও চক্রান্তের কাছে মাথা নত না করে তারা কাজ করবে বলেই আমি মনে করি। কলকাতা সারা দেশের মধ্যে সেফেস্ট শহর।”

তিনি এদিন আরোও বলেন, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম মেদিনীপুরের ২৪টি ব্লকের ৫৫০০ জুনিয়র কনস্টেবলের পদোন্নতির কথাও জানান তিনি। পাশাপাশি এও বলেন, জঙ্গলমহলের সব জুনিয়র কনস্টেবলকে জঙ্গলমহলের কনস্টেবল পদে উন্নীত করা হবে, কনস্টেবলরা যা যা সুবিধা পান এরপর থেকে এই জুনিয়র কনস্টেবলরাও সেই সেই সমস্ত বসুবিধা পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*