২১ সেপ্টেম্বর থেকে আংশিক ভাবে খুলেছে স্কুল, মানতেই হবে একাধিক শর্ত

Spread the love

আনলক ৪-এর গাইডলাইন অনুযায়ী, ওই দিন থেকেই কন্টেইনমেন্ট জোনের আওতাও পড়ে না এমন স্কুলগুলিতে শিক্ষকের পরামর্শ নিতে ছাত্ররা যেতে পারবে ঐচ্ছিক ভাবে। সেক্ষেত্রে ছাত্র শিক্ষককেও নন কন্টেইনমেন্ট জোনের হতে হবে।

তবে এই স্কুলগুলিতে আপাতত নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীরাই আসতে পারবে। সেক্ষেত্রে লাগবে অভিভাবকের লিখিত অনুমতি। একই সঙ্গে স্কুল চত্বরে সামাজিক বিধি মানতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশস্কুলে ছাত্র শিক্ষক সকলকেই স্কুলে বারবার সাবানে হাত ধুতে হবে। ব্যবহার করতে হবে অ্যালকোহল-বেসড স্যানেটাইজার। স্কুলের ঘর বদ্ধ হলে বাইরে মুক্ত পরিবেশে চলতে পারে ক্লাস। ক্লাসরুমে কতক্ষণ থাকতে পারবে ছাত্রছাত্রীরা সে ব্যাপারে ছাত্রছাত্রীর সুরক্ষার কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেবে স্কুল কর্তৃপক্ষ। ল্যাবরোটারি ব্যবহারে ছাড় দেবে স্কুল।

কোনও ভাবে এই সময়ে অন্যের সঙ্গে খাতা, পেন জাতীয় সরঞ্জাম দেওয়া নেওয়া করা চলবে না। চলবে না স্কুলে সুইমিং পুল ব্যবহার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*