গ্রামগুলিই স্তম্ভ হবে আত্মনির্ভর ভারতেরঃ নরেন্দ্র মোদী

Spread the love

আজ আত্মনির্ভর ভারত প্রকল্পের আওতায় মত্‍স্য সম্পদ যোজনা অ্যাপ লঞ্চ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের মত্‍স্যজীবীদের আত্মনির্ভর করে তুলতে ও মত্‍স্যশিল্পেরও উন্নতিতে কেন্দ্রের ফ্ল্যাগশিপ স্কিম এই মত্‍স্য সম্পদ যোজনা৷

আজ লাইভে তিনি বলেন, ‘মত্‍স্যচাষের সঙ্গে যুক্তরা এই যোজনা থেকে খুবই লাভবান হবেন৷ আমাদের লক্ষ্য, আগামী ৩-৪ বছরে মত্‍স্য ক্ষেত্রে উত্‍পাদন দ্বিগুণ করা ও এই ক্ষেত্রকে আরও চাঙ্গা করা৷ গ্রামগুলি আত্মনির্ভর ভারতের স্তম্ভ হবে৷’ একই সঙ্গে এ দিন চাষিদের জন্য e-Gopala অ্যাপও লঞ্চ করেন মোদী৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*