রিয়া-সৌভিকের জামিনের আবেদন খারিজ

Spread the love

৮ সেপ্টেম্বর গ্রেপ্তারের পর রিয়ার জামিনের জন্য সেশন কোর্টে আবেদন করেন তাঁর আইনজীবী । সেই আবেদন খারিজ করে রিয়াকে ১৪ দিন বিচারবিভাগীয় হেপাজতে থাকার নির্দেশ দেয় আদালত। এরপর বিশেষ আদালতে ফের জামিনের জন্য আবেদন জানান অভিনেত্রী। আজ সেই আবেদনও খারিজ করল আদালত।

রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী ও এই মামলায় গ্রেপ্তার হওয়া আব্দুল বসিত, জয়েদ ভিলাতরা, দীপেশ সাওয়ান্ত, স্যামুয়েল মিরান্ডার জামিনের আবেদনও খারিজ করেছে আদালত। ২০ পাতার সেই জামিনের আবেদনপত্রে রিয়া জানান, তিনি নির্দোষ । কোনও অপরাধ করেননি । এই মামলায় তাঁকে ফাঁসানো হয়েছে ।

সেখানে আরও লেখা হয়, “আবেদনকারীর বিরুদ্ধে খুব স্বল্প পরিমাণ মাদক কেনার অভিযোগ রয়েছে । সেটা অবশ্য জামিনযোগ্য অপরাধ । তবে আবেদনকারীর বিরুদ্ধে কোনও পাচারকারীর সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি ।” আর জিজ্ঞাসাবাদের সময় তাঁকে জোর করে মাদক যোগের কথা স্বীকার করতে বলা হয়েছিল বলেও আবেদনপত্রে দাবি করেন তিনি ।

তবে ফল হয় না কিছুতেই । আপাতত ১৪ দিনের বিচারবিভাগীয় হেপাজতেই থাকতে হবে রিয়াকে । তাদের পরবর্তী পদক্ষেপ নিয়ে এখনও কিছু জানা যায়নি ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*