পরীক্ষা শেষ হওয়ার পাঁচদিনের মাথায় প্রকাশিত হল JEE মেন পরীক্ষার ফল ৷ এবছর মোট ২৪ জন পরীক্ষার্থী ১০০ পারসেন্টাইল স্কোর করেছেন ৷ শীর্ষস্থানে রয়েছে তেলাঙ্গানা ৷ ২৪ জনের মধ্যে ৮ জনই তেলাঙ্গানার ৷ দ্বিতীয়তে রয়েছে দিল্লি ৷ এখানে থেকে ৫ জন ১০০ পারসেন্টাইল স্কোর করেছে ৷ পরবর্তী স্থানগুলিতে রয়েছে যথাক্রমে রাজস্থান (৪ জন), অন্ধ্রপ্রদেশ (৩ জন) , হরিয়ানা (২ জন), গুজরাত ও মহারাষ্ট্র থেকে ১ জন ৷
উল্লেখ্য, কোরোনা পরিস্থিতিতে প্রায় দুইবার জয়েন্ট এন্ট্রান্স মেইন-এর পরীক্ষা পিছিয়ে যায়। তবে এই পরিস্থিতিতেই সেপ্টেম্বরে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট ৷ সেইমতো , ১ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত JEE মেইন পরীক্ষা নেওয়া হয়েছিল ৷ দেশের সমস্ত পরীক্ষাকেন্দ্রে স্যানিটাইজ়ার , মাস্ক বিতরণ থেকে শুরু করে সামাজিক দূরত্ব সমস্ত স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে দেখা গিয়েছিল ৷
এই বছর JEE মেইন পরীক্ষায় আবেদন করেছিল মোট ৮.৫৮ লাখ পরিক্ষার্থী ৷ তবে তার মধ্যে মাত্র ৭৪ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পেরেছিল ৷ এই JEE মেইন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রথম আড়াই লাখের মধ্যে থাকা পরীক্ষার্থী জয়েন্ট অ্যাডভান্সে বসার সুযোগ পাবে ৷ এই পরীক্ষার মাধ্যমে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি অর্থাৎ IIT কলেজগুলিতে ভরতির সুযোগ পাবে পরীক্ষার্থীরা ৷ জয়েন্ট অ্যাডভান্সের পরীক্ষা হবে ২৭ সেপ্টেম্বর ৷
Be the first to comment