গ্রেফতার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ

Spread the love

সোশাল মিডিয়ায় আসানসোল পুরসভার হোর্ডিংয়ের ছবিকে বিকৃত করে বিভেদমূলক প্রচারের অভিযোগে গ্রেফতার করা হয় বিজেপির যুব মোর্চার রাজ্য সম্পাদক বাপ্পা চট্টোপাধ্যায়। তার প্রতিবাদে আসানসোলের পুলিশ কমিশনারের অফিসের সামনে শনিবার ধর্নায় বসেছিলেন বিষ্ণুপুরের সাংসদ তথা বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ।

এদিন তাঁকেও গ্রেফতার করে পুলিশ। যদিও পরে পিআর বন্ডে ছেড়ে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আসানসোল পুরসভার ভুয়ো সাইনবোর্ডের ছবি। সেই ছবিতে দেখা যাচ্ছে, হিন্দি, ইংরাজি ও উর্দুতে লেখা ‘আসানসোল পুরসভা’। এই সাইনবোর্ডের ছবি দেখিয়ে দাবি করা হচ্ছে সেখানে বাংলা উপেক্ষিত।

পুর কর্তৃপক্ষের অভিযোগ, উপরে থাকা বাংলা হরফ সুকৌশলে বাদ দিয়ে একাজ করেছে বিজেপির আইটি সেল! সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার অভিযোগে শুক্রবার রাতেই বিজেপি যুব মোর্চার রাজ্য সম্পাদক বাপ্পা চট্টোপাধ্যায় গ্রেফতার করে পুলিশ।

তারই প্রতিবাদে শনিবার সকালে পুলিশ কমিশনারের অফিসের সামনে ধরনার জেরে গ্রেফতার যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ-সহ বেশ কয়েকজন। সৌমিত্র খাঁ বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সাংসদ বাবুল সুপ্রিয়র নামে অহরহ ভুয়ো পোস্ট সোশ্যাল মিডিয়ায় করা হয়। তখন গ্রেফতার হয় না। বিজেপি বিধায়ককে খুনের ঘটনাও ধামাচাপা দেওয়া হয়। অথচ অন্যের পোস্ট শেয়ার করলেই বিজেপি রাজ্য নেতৃত্বকে গ্রেফতার করা হয়। এভাবে চলতে থাকলে জেলা-সহ গোটা রাজ্য স্তব্ধ করে দেব আমরা।” পিআর বন্ডে ছাড়া পাওয়ায় পরই সৌমিত্র খাঁ আদালতে যান। যেখানে বিজেপির যুব মোর্চার রাজ্য সম্পাদককে পেশ করা হবে।

অন্যদিকে, এই ঘটনার পরেই বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি নেতা-কর্মীরা। দলের রাজ্য সংগঠনের যুব সভাপতি, সাংসদ সৌমিত্র খাঁ এর ‘গ্রেফতারে’র প্রতিবাদে বাঁকুড়া জেলা জুড়ে আন্দোলনে নামলেন বিজেপি নেতা কর্মীরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*