প্রয়াত বিহারের রাজনীতিবিদ এবং প্রাক্তন RJD নেতা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রঘুবংশ প্রসাদ সিং। বয়স হয়েছিল ৭৪ বছর।
আজ সকালে দিল্লির AIIMS-এ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । কোভিডের পরবর্তী শারীরিক অসুস্থতার জন্য চিকিৎসাধীন ছিলেন । ভেন্টিলশনে ছিলেন তিনি ।
জুন মাসে কোরোনায় আক্রান্ত হন রঘুবংশ সিং। সেইসময়েই তাঁকে AIIMS-এ ভরতি করা হয়। দীর্ঘ সময়ে ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের সঙ্গে দলের ভার সামলেছেন রঘুবংশ।
সম্প্রতি দল হাতে লেখা ইস্তফাপত্র দেন। লালুপ্রসাদের উদ্দেশে লেখেন, কারপুরি ঠাকুরের মৃত্যুর পর থেকে আমি আপনার পাশে ৩২ বছর দাঁড়িয়েছি। কিন্তু আর না। হাতের লেখা তাঁর কেপে গিয়েছিল। ইস্তফাপত্রে দলের ভালোবাসা এবং সহযোগিতার কথা উল্লেখ করতে ভোলেননি তিনি।
যদিও তাঁর এই ইস্তফা মেনে নেননি লালুপ্রসাদ। উত্তরে তিনিও হাতে লেখা একটি চিঠি পাঠান। লেখেন, আমি বিশ্বাস করতে পারছি না। আগে আপনি সুস্থ হন। তারপর আমরা কথা বলব। আপনি কোথাও যাচ্ছেন না। একথা জেনে রাখুন।
আজ সকালে মৃত্যুর খবর আসে রঘুবংশ প্রসাদের । কিছুক্ষণ পরেই টুইট করেন লালুপ্রসাদ । লেখেন, “প্রিয় রঘুবংশবাবু ! আপনি কোথায় গেলেন ? আমি গত পরষুই আপনাকে বললাম, আপনি কোথাও যাচ্ছেন না । কিন্তু আপনি অনেক দূরে চলে গেলেন । আমি বাকরুদ্ধ । আমি শোকস্তব্ধ । আপনার কথা খুব মনে পড়বে ।”
Be the first to comment