দক্ষিণ কলিকাতা সার্বজনীন দুর্গাপূজা কমিটির খুঁটি পুজো

Spread the love

পূজোর ঢাকের কাঠি পড়ে গেছে। প্রতিদিনই কোন না কোন ক্লাবে খুঁটি পুজো হচ্ছে। বিশেষ করে রবিবার সকালে খুঁটি পুজো কলকাতা চেনা পূজার ছবি কে ফিরিয়ে দিচ্ছে। করোনা হারাতে পারিনি কলকাতার প্রাণ দুর্গোৎসবকে।

আজ ভবানীপুর থানার উল্টোদিকে দক্ষিণ কলিকাতা সার্বজনীন দুর্গাপূজা কমিটির উদ্যোগে খুঁটি পুজো করে পূজার সূচনা করা হলো। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি তথা সাংসদ সুব্রত বক্সি, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মেয়র পরিষদ দেবাশীষ কুমার এবং কাউন্সিলার সন্দীপ বক্সী। এবারে এদের বিষয়বস্তু ঐকতান, পরিকল্পনায় সোমনাথ মুখোপাধ্যায়।

কিন্তু এত সুন্দর করে যে পূজা করছেন মানুষের ভিড় সামলাবেন কি করে? সন্দীপবাবুকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে, আমরা বকুল বাগানের মোড় থেকেই ভিড় নিয়ন্ত্রণ করে দেব পুলিশকে সেরকমভাবেই বলা থাকবে। ১০জন -১০ জন করে করে স্যানিটাইজ চ্যানেলের মধ্যে দিয়ে লোক প্রবেশ করবে আমাদের প্যান্ডেলে। এইভাবে আমরা পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনেই আমাদের পুজো করবো।

তিনি একথা বলেন যে এবারে আমরা পুজো করব না ঠিক করেছিলাম। কিন্তু পাড়ার লোকেদের অনুরোধ ফেলতে পারিনি তাদের বক্তব্য তাদের পাড়ার পুজো বন্ধ করা চলবে না। তাই মূলত পাড়া এবং আশেপাশের লোক এদের জন্যই এবারে আমাদের পুজো। বাইরের লোকেরা আসবেন কিন্তু অবশ্যই স্বাস্থ্যবিধি মেনেই, সামাজিক দূরত্ব মেনেই ঠাকুর দেখবেন এবং চলে যাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*