এবারও কলকাতা মাতছে চলচ্চিত্র উৎসবে

Spread the love

পিয়ালি আচার্য

কলকাতা আছে কলকাতাতেই বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা। সত্যিই কলকাতা তার নিজ গুনে সকলের থেকে আলাদা। তাই তো ২৬ তম কলকাতা চলচ্চিত্র উৎসব শুরু হবে ৫ নভেম্বর, চলবে ১২ নভেম্বর পর্যন্ত।

কিন্তু কিভাবে সামাজিক দূরত্ব মেনে সিনেমাপ্রেমীদের কাছে পৌঁছে যাবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব? উদ্যোক্তাদের বক্তব্য, সেবিষয়ে আপনাদের চিন্তার কোনও কারন নেই। বাংলার সংস্কৃতিপ্রেমী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই করোনা আবহেও সংস্কৃতির পীঠস্থান কলকাতাকে, সিনেমাপ্রেমীদের ভালোবাসার শহর এই তিলোত্তমাকে বঞ্চিত করতে চান না। তাই সমস্ত রকম নিয়ম, কানুন মেনেই অনলাইনে কীভাবে সিনেমা পৌঁছে দেওয়া যায় চলচ্চিত্র প্রেমীদের কাছে তার সমস্ত ব্যবস্থাও সারা।

উৎসবের ছবি জমা নেওয়ার তারিখও আগস্ট মাসে শেষ হয়েছে। সবরকম নিয়ম-কানুন মেনে কলকাতা আবার মাততে চলেছে চলচ্চিত্র উৎসবে। এবারে থাকছে বেশ কিছু চমক। কীভাবে দেখানো হবে বা কী বিষয়বস্তু তা আপনারা খুব শীঘ্রই জানতে পারবেন। দেখে নিতে পারেন চলচ্চিত্র উৎসবের জন্য তৈরি রাজ্য সরকারের ওয়েবসাইটটিও। শেষ মুহূর্তের প্রস্তুতিতে এখন উৎসব কর্তারা।

১৯৯৫ সালে শুরু হয়েছিল এই চল্লচ্চিত্র উৎসব। আসতে আসতে পরিণত হয়েছে, আন্তর্জাতিক তকমা পেয়েছে এই চলচ্চিত্র উৎসব। দেশ-বিদেশের বহু মানুষ নভেম্বরের ৭টি দিন হাজির হন নন্দন ও তার আশেপাশের হলগুলিতে। এবারের পরিবেশ আলাদা। কিন্তু জমায়েত বাদ দিয়েও তো সিনেমার প্রতি তো সম্মান জানানো যায়। তাই বাংলার মুখ্যমন্ত্রী তথা তথ্য সংস্কৃতি মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরলস চেষ্টায় আবারও চলচ্চিত্র উৎসব স্বমহিমায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*