প্রশ্নোত্তর পর্ব না থাকায় প্রশ্ন তুললেন অধীর

Spread the love

প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত-চিন ইস্যু নিয়ে আজ লোকসভার অধিবেশনে প্রশ্ন তোলেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীররঞ্জন চৌধুরি। তবে, বক্তব্য শেষ হওয়ার আগেই তাঁকে থামিয়ে দেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এরপরই প্রশ্নোত্তর পর্ব নিয়ে প্রশ্ন তোলেন অধীর চৌধুরি। স্পিকারকে উদ্দেশ করে কংগ্রেস সাংসদ বলেন, অধিবেশনের প্রশ্নোত্তর পর্বটিই আসল। কিন্তু, আপনি বলেছেন যে পরিস্থিতির কারণে এটি অনুষ্ঠিত হবে না। অন্য সকল কার্যকলাপ পরিচালনা করা সম্ভব, শুধু প্রশ্নোত্তর পর্বই বাদ দেওয়া হয়েছে। গণতন্ত্রকে শ্বাসরোধ করার চেষ্টা চলছে।

আজ থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। চলবে ১ অক্টোবর পর্যন্ত। কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবার সংসদের অধিবেশন থেকে বাদ রাখা হয়েছে কোয়েশ্চেন আওয়ার ও প্রাইভেট মেম্বারস বিজনেস।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*