ম্যাপে গোটা কাশ্মীর নিজেদের অংশ দেখাল পাকিস্তান, SCO মিটিং থেকে বেরিয়ে গেলেন দোভাল

Spread the love

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO)-র সদস্যভূক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের গুরুত্বপূর্ণ বৈঠক থেকে ওয়াক আউট করল ভারত৷ ওই বৈঠকে পাকিস্তানের প্রতিনিধি যে ম্যাপ বা মানচিত্র ব্যবহার করেন, তাতে দেখা যায়, কাশ্মীরে ভারতের অংশও পাকিস্তানের ম্যাপে ঢুকিয়ে দেওয়া হয়েছে ৷ পাকিস্তানের ওই কীর্তি দেখে রাশিয়ার নেতৃত্বে ওই মিটিং থেকে তত্‍ক্ষণাত্‍ বেরিয়ে যান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ৷

কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, ‘পাকিস্তানের এই ধরনের কাজ নির্লজ্জের মতো আয়োজক দেশের অ্যাডভাইসরিকে অমান্য করার সামিল এবং বৈঠকের নিয়ম লঙ্ঘন করা ৷ আয়োজকের সঙ্গে আলোচনার পরেই ভারতের প্রতিনিধিরা প্রতিবাদ জানিয়ে মিটিং ছেড়ে বেরিয়ে যান৷ আশা মতোই পাকিস্তান ওই বৈঠকে একটি বিভ্রান্তিকর মত পোষণ করতে চেয়েছিল ৷

সরকারি সূত্রের বক্তব্য, SCO-র বৈঠকে পাকিস্তান নির্লজ্জের মতো সব নিয়ম, নীতি ভেঙেছে৷ ভারত ওই ঘটনার কড়া প্রতিবাদের পরে রাশিয়াও পাকিস্তানকে বলে, এই ম্যাপ ব্যবহার না-করতে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*