আইনজীবী রজত দে হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত স্ত্রী অনিন্দিতা পাল দে-কে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল বারাসত আদালত । সাজা ঘোষণার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল বিভিন্ন মহলে।
কলকাতা হাইকোর্টের আইনজীবী রজত দে হত্যাকাণ্ডে দোষী অনিন্দিতাকে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিলেন বারাসত আদালতের ফার্স্ট ট্র্যাক থার্ড কোর্টের বিচারক সুজিতকুমার ঝা। সোমবারই অনিন্দিতাকে তার আইনজীবী স্বামী রজত দে-র হত্যায় দোষী সাব্যস্ত করেছিল বারাসত আদালত। আদালতের রায়ে খুশি রজত দে-র বাবা সমীর কুমার দে।
সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় সংবাদমাধ্যমকে বিচারকের নির্দেশের বিষয়টি জানিয়ে বলেন, দু’বছরের কম সময়ে দোষী প্রমাণ করার প্রক্রিয়া শেষে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছেন বিচারক। অন্যদিকে, অভিযুক্তের আইনজীবী সোহিনী অধিকারী জানিয়েছেন, তাঁরা উচ্চতর আদালতে যাবেন।
আইনজীবী রজত দে খুনের মামলায় অভিযুক্ত স্ত্রী অনিন্দিতা পাল দে গ্রেপ্তার হওয়ার এক বছর নয় মাস চোদ্দো দিনের মাথায় রায় শোনাল বারাসত আদালত। জনমানসে আলোড়ন ফেলে দেওয়া রজত দে হত্যা মামলার পরতে পরতে ছিল চাঞ্চল্যকর সব অভিযোগ। খুনের তথ্য প্রমাণে ইলেকট্রনিক্স এভিডেন্স, সোশাল মিডিয়ায় কথোপকথন ও ময়নাতদন্তের রিপোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানা গিয়েছে আদালত সূত্রে।
গ্রেপ্তার হওয়ার দশ মাসের মাথায় সুপ্রিম কোর্টের নির্দেশে বারাসত আদালত থেকে জামিন পেয়েছিলেন অনিন্দিতা পাল দে। যদিও সম্প্রতি স্বামীকে খুনের মামলায় স্ত্রীকেই দোষী সাব্যস্ত করে বারাসত আদালত।
২০১৮ সালের ২৫ নভেম্বর নিউ টাউনের DB ব্লকে আইনজীবী রজত দে-কে মৃত অবস্থায় পাওয়া যায়। এরপরই রজতের পরিবারের তরফে পরিকল্পিত খুন বলে অভিযোগ করা হয়। সঠিক তদন্তের দাবিতে সরব হন তাঁর আইনজীবী বন্ধুরাও। শেষে মৃতের বাবার দায়ের করা খুনের অভিযোগের ভিত্তিতে ১ ডিসেম্বর পুলিশ গ্রেপ্তার করে তাঁরই আইনজীবী স্ত্রী অনিন্দিতা পাল দে-কে।
Be the first to comment