প্রতীকী ছবি
বুধবার বিজেপির শহীদ তর্পণ অনুষ্ঠান ছিল বাগবাজার ঘাটে। কিন্তু করোনা আবহে এই অনুষ্ঠানের কোনো অনুমতি দেয়নি প্রশাসন। সেই কারণেই এই অনুষ্ঠান করতে বাধা দেয় পুলিশ। তবে শেষমেশ বাগবাজার ঘাটের বদলে গোলাবাড়ি ঘাটে শহীদ তর্পণ করে বিজেপি নেতৃত্ব ও কর্মীবৃন্দ।
আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির উচ্চ নেতৃত্ব। কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, রাহুল সিনহা, সহ একাধিক উচ্চ নেতৃত্ব উপস্থিত ছিলেন। এই ঘটনা নিয়ে বহু জায়গা বিক্ষোভ সমাবেশও করে বিজেপি।
এই ঘটনায় পাল্টা দিয়েছেন তৃণমূল বিধায়ক রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন, এই করোনা আবহে যেকোনো অনুষ্ঠান, যেকোনো সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রেও এই জমায়েত এনকারেজ করা হচ্ছে না, এবং তারা এটা খুব ভালোভাবেই জানেন। তিনি বলেন তারা (বিজেপি) সবসময় একটা হাইলাইটেড হওয়ার জন্য তারা কিছু না কিছু নিয়ম ভঙ্গ করে। যার ফলে তারা বলতে পারে যে আমরা বাধা প্রাপ্ত হয়েছি।
তিনি আরোও বলেন, আপনারা দেখুন অনেকেই যারা পুজো বা অন্যান্য অনুষ্ঠান করছে প্রত্যেকেই ইনডোর করছে এবং আজকে আমাদের অনুষ্ঠানটাও ইনডোরই হচ্ছে, আমরাও এটা রাস্তায় করতে পারতাম কিন্তু এই সময় রাস্তায় প্যান্ডেল করা সম্ভব নয় বিধিনিষেধ রয়েছে এবং সেগুলো মানুষের স্বার্থেই রয়েছে।
Be the first to comment