জাতীয় পরিবেশ আদালত স্পষ্ট জানিয়ে দিল রবীন্দ্র সরোবরে করা যাবে না ছট পুজো। এই ছট পুজো করা নিয়ে কেএমডিএ আবেদন জানিয়েছিল। তাঁদের পক্ষে যুক্তি ছিল একদিনের জন্য কোনও পুজো করলে ধর্মীয় ভাবাবেগকে সম্মান জানানো হয়। কিন্তু গ্রিন ট্রাইবুনাল তা সম্পূর্ণ নস্যাৎ করে দিয়ে বলে এই ছট পুজোর ফলে জাতীয় সরোবর দুশিত হয়। তাই কোনোভাবেই অনুমতি দেওয়া যাবে না।
কেএমডিএ অবশ্য এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম ক্রটে যাচ্ছে। তাদের তরফে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, সিগারেটের ধোঁয়া থেকেও তো দূষণ হয়। কিন্তু সেটা আমরা কতটা রোধ করতে পারছি? তাহলে একদিনের জন্য মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া কেন?
অন্যদিকে পরিবেশ কর্মী নব দত্ত ও সুভাষ দত্ত গ্রিন ট্রাইবুনালের এই রায়কে স্বাগত জানান। সুভাষ বাবু বলেন কেএমডিএ যদি সুপ্রিম কোর্টে যায় তাহলে তাঁরাও সুপ্রিম কোর্টে গিয়ে রবীন্দ্র সরোবরকে বাচানর জন্য লড়াই করবেন। তাঁদের মতে ছট পুজো কম সময়ের জন্য হয়না। এখানে জলে নেমে ধর্মীয় আচরণ করা হয়, বাজি ফাটান হয়। ভারতের অন্যতম জাতীয় সরোবর ভীষণভাবে দুশিত হয়। তাই ভোটের রাজনীতির দিকে না তাকিয়ে পরিবেশ রক্ষার আদালতের এই সিদ্ধান্ত সঠিক এবং তা মেনে চলা উচিত বলে মনে করেন এই দুই পরিবেশ কর্মী।
Be the first to comment