আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২০ সেপ্টেম্বর রবিবার উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তার জেরেই ২০ থেকে ২৩ সেপ্টেম্বর অর্থাৎ রবিবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।
আলিপুর সূত্রের খবর, উপকূলীয় জেলা যেমন পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, এবং সংলগ্ন এলাকা কলকাতা-হাওড়া-হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।
দক্ষিণের পাশাপাশি দুর্যোগ চলবে উত্তরেও। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পঙে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।
Be the first to comment