প্রয়াত হলেন বিখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী পূর্বা দাম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি অসুস্থ ছিলেন, চিকিৎসাও চলছিল। আজ সকালে কলকাতায় তাঁর মৃত্যু হয়।
১৯৩৫ সালে কলকাতাতেই জন্মছিলেন পূর্বা দাম। আগাগোড়াই তাঁর মনেপ্রাণে রবীন্দ্রনাথের গান, সুর। পরবর্তী সময়ে সেই গানকেই পেশা হিসেবে বেছে নেন পূর্বা দাম। তাঁর শিক্ষয়িত্রী ছিলেন আরেক প্রখ্যাত শিল্পী – সুচিত্রা মিত্র। তাঁর প্রতিষ্ঠান ‘রবিতীর্থে’র অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন পূর্বা দাম।
Be the first to comment