২০১৪ সালে রানি মুখার্জি অভিনীত ‘মর্দানি’র পর থেকে আর রূপালি পর্দায় দেখা যায়নি তাঁকে। মাঝে ব্যক্তিগত জীবনের ব্যস্ততা, বিয়ে, সন্তান। প্রায় বছর তিনেক পরে ফের বড় পর্দায় ফিরছেন তিনি। তবে আর পাঁচটা বিনোদনের ছবি নয়। এবার তিনি বেশ চ্যালেঞ্জিং বিষয় ও চ্যালেঞ্জিং চরিত্র নিয়েই ফিরছেন। সম্প্রতি মুক্তি পেল রানির কামব্যাক ছবি ‘হিচকি’র ট্রেলার। এ ছবিতে অন্য এক রানিকে দেখতে পাবেন দর্শকেরা। ‘হিচকি’ ছবিতে রানির চরিত্রের নাম নয়না মাথুর। নয়না আক্রান্ত ‘টুরেত সিনড্রোমে’। নিউরোলজিক্যাল ডিসঅর্ডারে আক্রান্ত কোনো ব্যক্তি মুখে নানারকম শব্দ করতে থাকেন। ফরাসি নিউরোলজিস্ট জিন-মার্টিন চারকট এ নিয়ে গবেষণা করেন। একাধিক রোগীকে নিয়ে তিনি সমীক্ষা করে দেখেন। তাঁরই রোগী ছিলেন টুরেত। যাঁর নামে এই রোগের নামকরণ। ছবির চরিত্র নয়নাও এই সিনড্রোমে আক্রান্ত। কিন্তু তার স্বপ্ন শিক্ষক হওয়া। এই অসুখ নিয়ে শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হবে তার? ছবির গল্পে আছে সেই সামাজিক চ্যালেঞ্জ। যা অতিক্রম করেছে নয়না। ব্ল্যাক-এর পর আবার এক প্রতিবন্ধকতাকে অতিক্রম করার চ্যালেঞ্জ নিয়েছেন রানি।
সূত্র থেকে প্রাপ্ত
Be the first to comment