সংসদে বাদল অধিবেশন শুরু হতেই একের পর এক সাংসদের করোনা ধরা পড়ছে ৷ ইতিমধ্যেই ৩০ জন সাংসদের করোনা আক্রান্ত হওয়ার খবর এসেছে৷ যার নির্যাস, বাদল অধিবেশনে কাটছাঁট করা হতে পারে ৷
করোনা ভাইরাস ও লকডাউনের জেরে ৬ মাস পরে গত ১৪ সেপ্টেম্বর সংসদে বাদল অধিবেশন শুরু হয় ৷ এই অধিবেশন ১ অক্টোবর পর্যন্ত চলার কথা ৷ কিন্তু সংসদ সূত্রের খবর, কাটছাঁট করে পয়লা অক্টোবরের আগেই হয়তো অধিবেশন শেষ করে দেওয়া হবে ৷
সংসদ ভবনের দুই আধিকারিকের বক্তব্য, যেহেতু সংসদে করোনা পজিটিভ বাড়ছে ৷ ফলে সরকার সময়সীমায় কাটছাঁট করে এক সপ্তাহ কমিয়ে ফেলার চিন্তা করছে ৷ কোভিড প্রটোকল মেনেই সংসদে অধিবেশন চললেও বিপর্যয় এড়ানো যাচ্ছে না ৷
লোকসভায় প্রায় ২০০ সদস্য উপস্থিত থাকছেন৷ তার মধ্যে ৩০ জন বসেন গ্যালারিতে৷ রাজ্যসভা চেম্বারেও কয়েকজন লোকসভার সদস্যকে বসতে দেওয়া হয়েছে সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে৷ সংসদে একটি বেঞ্চে ৬ জন বসে স্বাভাবিক সময়ে৷ তা কমিয়ে ৩ জন করা হয়েছে৷ সংসদে ঢোকার জন্য প্রত্যেকের করোনা পরীক্ষার রিপোর্ট অত্যাবশ্যক করা হয়েছে ৷
Be the first to comment