মুর্শিদাবাদ থেকে আল কায়েদা জঙ্গি সন্দেহে এনআইএ-র হাতে ৬ জন গ্রেফতার ; কি বললেন অধীর রঞ্জন চৌধুরী

Spread the love

মুর্শিদাবাদ থেকে আল কায়েদা জঙ্গি সন্দেহে এনআইএ-র হাতে ৬ জন গ্রেফতার হয়েছে। এ বিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি, বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী বলেন, ‘পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের নাম জঙ্গি যোগে বারবার এসেছে। তিনি বলেন ‘যে সংগঠনের প্রধান ছিল বিন লাদেন, তারা আমেরিকার টুইন টাওয়ার ধ্বংস করেছিল, তাদের নামের সঙ্গে মুর্শিদাবাদ যোগ হয়ে যাওয়া অত্যন্ত দুশ্চিন্তার। মুর্শিদাবাদ-সহ সীমান্ত এলাকা ক্রমেই বিপজ্জনক হচ্ছে।’

অধীরবাবু বলেন, যাদের মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে, তারা অশিক্ষিত, দরিদ্র, সাধারণ। আল কায়েদা এই ধরনের মানুষদেরই শিকার করে। জঙ্গি সংগঠনগুলি সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করে সাম্প্রদায়িক বিভেদ তৈরি করছে বলেও জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘যদি খাগড়াগড়ে কেউ মারা না যেত তাহলে আন্তর্জাতিক জঙ্গি যোগের বিষয়টি সামনেই আসত না। পশ্চিমবঙ্গের পুলিশের ওপর রাজনৈতিক হস্তক্ষেপ যোগ্যতাকে ক্ষয় করছে।’
অধীর চৌধুরী কটাক্ষ করে বলেন, তৃণমূলের একটাই কাজ, তৃণমূলকে বাঁচানো। ভোট বন্ধ করে দাও, বিপক্ষ দল করা বন্ধ করে দাও, এটাই হল পুলিশের অ্যাজেন্ডা।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*