করোনা আবহেই রাজ্যসভা ও লোকসভার অধিবেশন আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে। কয়েকটি সংশোধনী আইন পাশ করলেও বিরোধীদের তোপের মুখে পড়তে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। শনিবার লোকসভার অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিন প্রশ্নে জেরবার করে তোলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
আক্রমণাত্মক রূপে ফের লোকসভায় সরব হলেন মহুয়া মৈত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে মহুয়া মৈত্র বলেন, প্রধানমন্ত্রীর তহবিল পিএম কেয়ারস-এ কেন শত্রু দেশ চিনের কোম্পানির অনুদান নেওয়া হল? যে চিন ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে ২০ জন সেনাকে মেরে দিল তাদের দেশের কোম্পানির অনুদান নেওয়া পিএম কেয়ারস-এ উচিত কিনা সেই প্রশ্ন তোলেন।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেস, ডিএমকে ও এনসিপি সাংসদরা বর্ষাকালীন অধিবেশন করোনা সংক্রমণের কারণে সংক্ষিপ্ত করার দাবি জানান। তার পরিপ্রেক্ষিতে সংসদের বর্ষাকালীন অধিবেশন বুধবার শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।
Be the first to comment