২১ ডিসেম্বর ২০১৭, বুধবার রাত ১১.৩০টায় ইরানের রাজধানী তেহেরান কেঁপে উঠলো ভূমিকম্পে। মধ্যরাতে হওয়া এই কম্পনে ইরা্নের মানুষজন বাড়ি ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে এসে অপেক্ষা করতে থাকে।তেহেরান বিশ্ববিদ্যালয়ের ভূতাত্বিক কেন্দ্রের মতানুসারে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২। এই কম্পনের উৎপত্তিস্থল রাজধানীর পশ্চিমে ৪০ কিলোমিটারের (২৫ মাইল)মধ্যে। উল্লেখ্য গত মাসে ৭.৩ মাত্রায় ইরানের পশ্চিমে ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প আঘাত হেনেছিল। ৬২০ জন নিহত এবং ১০০০ এর উপর মানুষ আহত হয়েছিল।
Be the first to comment