বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর মধ্যেই এবার পরীক্ষা ফেলেছে ইউজিসি। পুজোর মধ্যেই নেট পরীক্ষা হবে এমনই বিজ্ঞপ্তি দিয়েছে। এই নিয়ে ইতিমধ্যেই প্রতিবাদে সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
এই নিয়ে এবার প্রতিবাদ জানালেন সদ্য প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের পুত্র রোহন মিত্র। তিনি টুইটে লেখেন, ‘কেন্দ্রীয় সরকারের NTA -এর পরীক্ষার সূচীতেও বাংলা ও বাঙালির প্রতি বৈষম্য! শারদীয়া উৎসব তো কেবল বিশেষ ধর্মের বেড়াজালে আটকে নেই, শারদীয়া উৎসব তো বাঙালির প্রাণের উৎসব। সেই উৎসবের দিনগুলোতে পরীক্ষা রাখার কি মানে?’
Be the first to comment