পুলিশ কমিশনারের পর এবার করোনা আক্রান্ত হলেন কলকাতার গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা। শনিবার গোয়েন্দা প্রধানের করোনা রিপোর্ট পজিটিভ আসে। মৃদু উপসর্গ নিয়ে আপাতত তিনি বাড়িতেই রয়েছেন বলে সূত্রের খবর।
কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান IPS অফিসার মুরলীধর শর্মা জানিয়েছেন, চলতি সপ্তাহে তিনি অসুস্থ বোধ করেন। শুক্রবার তাঁর সোয়াবের নমুনা পরীক্ষা হয়। গতকাল রিপোর্ট পজ়িটিভ এসেছে। তাঁর শরীরে মৃদু উপসর্গ রয়েছে। সেই কারণেই বাড়িতে থেকেই ডাক্তারের পরামর্শ মেনেই চিকিৎসা চালাচ্ছেন তিনি। তাঁকে নিয়ে কলকাতা পুলিশের তিন শীর্ষ কর্তার কোভিড রিপোর্ট পজিটিভ এল।
লালবাজারের শীর্ষ পুলিশকর্তাদের মধ্যে প্রথম সংক্রমিত হন যুগ্ম-কমিশনার সদর শুভংকর সিনহা সরকার। তিনি অবশ্য সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন। ফের লড়াই চালাচ্ছেন সামনের সারিতে দাঁড়িয়ে। সম্প্রতি কোরোনায় আক্রান্ত হন নগরপাল অনুজ শর্মা। তিনিও এখন অনেকটাই সুস্থ।
Be the first to comment