আজ দেশের কৃষি ইতিহাসে যুগান্তকারী দিন; কৃষি বিল পাশ হবার পর টুইট প্রধানমন্ত্রীর

Spread the love

রাজ্যসভায় বিরোধীদের তুমুল বিতণ্ডা, হইচই, বিক্ষোভের মাঝে রবিবার ধ্বনিভোটে পাশ হয়ে গেল কৃষি সংক্রান্ত দু’টি বিল। বিল পাশের পর টুইটারে প্রধানমন্ত্রী লেখেন, ”আজ দেশের কৃষি ইতিহাসে যুগান্তকারী দিন। সংসদে গুরুত্বপূর্ণ বিলটি পাশ হওয়ার পর পরিশ্রমী অন্নদাতাদের ধন্যবাদ জানাচ্ছি। এটা শুধুমাত্র কৃষিক্ষেত্রে আমূল বদলই আনবে না, বরং কোটি কোটি কৃষকের স্বার্থ সুরক্ষিত করবে।” 

তিনি আরোও লেখেন ,”কয়েক দশক ধরে নানা ধরনের বাধার মুখে পড়তে হয়েছে ভারতীয় কৃষকদের। মধ্যস্থতাকারীদের হেনস্থার শিকার হয়েছেন। সেই সব অসুবিধা দূর করে দিল সংসদে পাশ হওয়া বিল। এতে কৃষকদের দ্বিগুণ আয়ের পথ আরও সুগম হল।”      

তিনি আরোও লেখেন, ‘আমাদের কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির দরকার। এতে পরিশ্রমী কৃষকরা সহযোগিতা পাবেন। ভবিষ্যৎ প্রযুক্তির পথ খুলে গেল। বাড়বে উৎপাদন, ভালো ফলন হবে। এটা স্বাগত জানানোর মতো পদক্ষেপ।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*