রাজ্য পুলিশের পদক্ষেপ যন্ত্রণাদায়ক, ফের টুইটারে সমালোচনা রাজ্যপালের

Spread the love

পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে ফের সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ কয়েকদিন আগে আল কায়দা জঙ্গি গ্রেপ্তারের পরই রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে আক্রমণ করেছিলেন তিনি ৷ প্রশ্ন তুলেছিলেন রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও ৷ আজ ফের তিনটি টুইট করে পুলিশের ভূমিকার সমালোচনা করেন ৷

দু’দিন আগেই আল কায়দা জঙ্গি গ্রেপ্তার নিয়ে DGP-র বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেছিলেন, DGP বাস্তব থেকে অনেক দূরে । যা যথেষ্ট বিরক্তিকর । আজ ফের টুইটারে তিনি লেখেন , ’’আইনশৃঙ্খলা নিয়ে কোনও গুরুত্বই নেই ৷ রাজ্য ইতিমধ্যে সন্ত্রাস, অপরাধ, বোমা তৈরির নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে ৷ আশা করি তিনি (DGP) বাস্তব পরিস্থিতি বুঝেই চেষ্টা করছেন ৷’’

রাজ্যপাল আরও লেখেন, “আমি যখন রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে DGP-র কাছে জানতে চাই তখন তিনি দু’টি বাক্যে উত্তর দিয়েছিলেন। বলেছিলেন, রাজ্যের পুলিশ আইনশৃঙ্খলা মেনেই কাজ করে। কারও প্রতি কোনও বৈষম্যমূলক ব্যবহার করা হয় না।

তাঁর অভিযোগ, পুলিশ ক্ষমতাসীন দলের হয়ে কাজ করছে ৷ বিরোধী দলের সাংসদ, বিধায়ক , কর্মীদের উপর যে হামলা চালানো হচ্ছে সেক্ষেত্রে পুলিশের একতরফা কার্যকলাপ কখনওই গ্রহণযোগ্য নয় ৷ পুলিশ-রাজ্য প্রশাসনের এই ধরনের কার্যকলাপ মানবাধিকারের চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে ৷

শেষ টুইটে তিনি আরও অভিযোগ করেন , রাজনৈতিক নেতাদের সামনে পুলিশ সবসময় নতজানু হয়ে থাকে ৷ যা কখনওই কাম্য নয় ৷ ১৯ সেপ্টেম্বর ভোর রাতে মুর্শিদাবাদ থেকে ছ’জনকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয়। তাদের গ্রেপ্তারির পর রাজ্য প্রশাসনের সমালোচনা করতে ছাড়েননি রাজ্যপাল। আজ ফের পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তিনি ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*