দিল্লি দাঙ্গার অতিরিক্ত চার্জশিটে এবার নাম উঠে এলো সিপিএম নেত্রী বৃন্দা কারাত ও কংগ্রেস নেতা সলমন খুরশিদের নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে তারা প্ররোচনামূলক বক্তৃতা দিয়েছিলেন বলে অভিযোগ। এর আগে সীতারাম ইয়েচুরি, যোগেন্দ্র যাদব, জয়তী ঘোষদের বিরুদ্ধে একই অভিযোগ এনেছিলো দিল্লি পুলিশ।
তবে অভিযুক্ত হিসেবে তাদের নাম উল্লেখ করা হয়নি। প্রসঙ্গত, ২৩ থেকে ২৬ ফেব্রুয়ারি দিল্লির দাঙ্গায় প্রাণ হারিয়েছেন ৫৩ জন। আহত হয়েছেন ৫০০-র বেশি মানুষ। গুলিবিদ্ধ হয়েছেন প্রায় ১০০ মানুষ।
Be the first to comment