রাজ্যের সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ এবং আশা কর্মীদের জন্য সুখবর ৷ এদের সবার জন্য ১ হাজার টাকা করে বেতন বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রায় ৮১ হাজার হকারকে দুর্গা পুজো উপলক্ষে ২ হাজার টাকা করে ভাতা দেবে রাজ্য সরকার ৷ বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকের পর একথাই ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, এতদিন সিভিক ভলেন্টিয়াররা ৮ হাজার টাকা করে বেতন পেতেন ৷ এবার থেকে তাঁরা পাবেন ৯ হাজার টাকা করে ৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘সিভিক ভলেন্টিয়াররা প্রথমে তিন হাজার টাকা করে পেতেন ৷ পরে তা বাড়িয়ে ৮ হাজার করা হয় ৷ এবার আরও এক হাজার টাকা বেতন বাড়লো ৷ একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, করোনা অতিমারির মধ্যেও অত্যন্ত ঝুঁকি নিয়ে আশা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে কাজ করেছেন ৷ তাঁদের বেতনও এক হাজার টাকা করে বাড়ানো হচ্ছে ৷
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, অঙ্গনওয়াড়ি কর্মী, আইসিডিএস কর্মীরাও অবসরের পর ৩ লক্ষ টাকা করে পাবেন ৷ পাশাপাশি এদিন হকারদের জন্যও দরাজ মুখ্যমন্ত্রী ৷ লকডাউনের জন্য গত কয়েক মাস ধরে ব্যবসা বন্ধ ছিল হকারদের ৷ মুখ্যমন্ত্রী বলেন, হকারদের আর্থিক পরিস্থিতি এতটাই খারাপ যে অনেকে ঠিকমতো খাবারও জোগাড় করতে পারছেন না ৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, হকারদের একটি তালিকা তৈরি করেছে রাজ্য সরকার ৷ প্রায় ৮১ হাজার হকারকে অক্টোবর মাসে পুজো উপলক্ষে ২ হাজার টাকা করে ভাতা দেবে রাজ্য ৷
এছাড়াও পুজো কমিটিগুলিকে এ বছর রাজ্য সরকারের তরফে ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য করবে বলে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এছাড়া পুজো কমিটিগুলি থেকে এবার কোনও দমকল ফি নেওয়া হবে না ৷ ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন বা সিইএসসি এবং পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ (ডব্লিউএসইবি) এর ক্ষেত্রে ৫০ শতাংশ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন মমতা ৷
Be the first to comment