কালীঘাটের নিখোঁজ ছাত্রীর রহস্য মৃত্যুর ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করল পুলিশ। তাদের আজ আলিপুর আদালতে তোলা হবে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেবে পুলিশ। গতকাল জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় ডাকা হয়। দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর রাতে এদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রাথমিকভাবে জানা গিয়েছে এই দুজনের সাথে সম্পর্ক ছিল সুস্মিতার। সম্পর্কের টানাপোড়ন শুরু হয়। দুজনেই ঘাটশিলা থেকে এখানে এসেছেন সুস্মিতার সাথে দেখা করতে। রাতে এরা মেসের সামনেও এসেছে বলে রুমমেটদের সুত্রে জানা গিয়েছে। মেস ছাড়ার আগে টেলিফোনে কারোর সাথে কথা হয় সুস্মিতার। কান্নাকাটিও করছিল সে। তবে কার সাথে সে কথা বলছিল তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় সুস্মিতার রুমমেট ও বাড়িওয়ালা কেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
পরিবার সুত্রে খবর বিবেকের সাথে প্রায় একবছর আগেই আলাপ হয় সুস্মিতার। তারা একটি প্রাইভেট স্কুলে কাজ করত। সেই সুত্রে আলাপ। গুরদীপের সাথে নভেম্বর মাসে ফেসবুকের মাধ্যমে আলাপ হয় বলে জানা গিয়েছে। দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই দুজনের নামেই গতকাল কালীঘাট থানায় খুনের অভিযোগের মামলা রুজু করে পরিবার।
Be the first to comment